শনিবার   ২০ এপ্রিল ২০২৪   বৈশাখ ৬ ১৪৩১

আজ ‘লাইলাতুল বরাত’

প্রকাশিত: ৯ এপ্রিল ২০২০  

যুগের চিন্তা রিপোর্ট: আজ পবিত্র শবে বরাত। আরবি সনের শাবান মাসের ১৪ তারিখ রাতটি সকল ধর্মপ্রাণ মুসলমানরা সৌভাগ্যের রজনী হিসেবে পালন করে। এই রাতে মহান আল্লাহ বান্দাদের জন্য তাঁর রহমতের দরজা খুলে দেন। 
আরবি ‘লাইলাতুল বরাত’ মানে সৌভাগ্যের রাত। এই মর্যাদাপূর্ণ রাতে মুসলমানরা মহান আল্লাহ কাছে অনুগ্রহ লাভের আশায় সারারাত নফল নামাজ কোরআন তিলাওয়াত, জিকিরে মগ্ন থাকবেন। অনেক মুসলমান ভাই ও বোনেরা রোজা রাখেন, দান-খয়রাত করেন। অতীতের সকল গুনাহ মাফের জন্য পরম করুণাময়ের কাছে ক্ষমা প্রার্থনা এবং জীবনের কল্যাণ কামনা করে দোয়া করেন। 
মহামারি করোনাভাইরাসের কারণে মসজিদে ইবদাত করার উপর বিধি-নিষেধ আরোপ করা হয়েছে। তাই সকল ধর্মপ্রাণ মুসলমানদের মসজিদে নামাজ না পরে নিজ নিজ ঘরে নামাজ পড়ার জন্য আহবান জানিয়েছেন সরকার। 
 

এই বিভাগের আরো খবর