শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪   বৈশাখ ৬ ১৪৩১

অনুভূতি 

প্রকাশিত: ৩ ফেব্রুয়ারি ২০১৯  

একটি শব্দ, একটি কষ্ট, একটি আনন্দ 
হয়তো মনের অন্তরালে চাপা পড়া ভালোবাসা 
একটি কাগজের টুকরা
একটি শান্তি, একটি আত্মার অনুভূতি, একটি অভিমান,
একটি অভিযোগ, তোমাকে ভালোবাসার। 


জান, আজকাল তোমাকে খুব মিস করি
পাগলামি করি, যদিও সময় অনেকটা পাল্টে গেছে,
ভালোলাগা আর ভালোবাসা কিছুই মলিন হয়নি
আমরা দু'জন দুই ভুবনের বাসিন্দা 


দুটি রেললাইন আর সমান্তরালে পথ চলা
কিন্তু অনুভূতি, উপলব্ধি চমৎকার সুখ আর শান্তিতে ভরপুর
আজও আমি ঊনিশ আর তুমি চব্বিশ 
মনে মনে হাসছি আর কবিতা লিখছি তোমাকে নিয়ে
এতটুকু ছাড় দিতে ইচ্ছে করে না 
তোমাকে বাস্তবতার কাছে
একটি সত্য, সুন্দর আর শ্বাশত চিরায়ত অনুভূতি 
ভালোবাসি, তোমায় ভালেবাসি।


আজও চিরকুট জমে প্রেমে, কষ্টে 
ভেজা অনুভূতিতে, অভিমান, অভিযোগ 
সব কিছুই আমার আনন্দ 
তোমার ভালোবাসা আর যত্নে 
অযত্নে অবহেলায় পড়ে থাকা আমি আজ সজীব 


তোমার রক্তিম ভালোবাসায়
আজীবন পথ চলতে চাই 
মানব না কোন রীতি নীতি,কোন অনুশাসন, কোন প্রতিবন্ধকতা 
আত্মার অতৃপ্ত ভালোবাসায় সিক্ত করতে চাই আমার বর্তমান

                                               —— কামরুন্নাহার লিজা